মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন জামালদি বাসস্ট্যান্ডের জিন্নাত আলী মার্কেটে এসি সার্ভিসিংয়ের জন্য একজন এসি মেকানিক মই বেয়ে উঠেছিলেন। অসাবধানতাবশত চার হাজার ভোল্টের বিদ্যুৎ তারের সাথে স্পর্শ লেগে অজ্ঞান হয়ে তিনি মইয়ে আটকে যান। এমন পরিস্থিতিতে একজন ব্যক্তি ৯৯৯-এ কল করে দ্রুত ভুক্তভোগীকে উদ্ধার করার অনুরোধ জানান।
৯৯৯-এর কল গ্রহণকারী (কলটেকার) কনস্টেবল শাকিল হোসেন কলটি রিসিভ করেছিলেন। তিনি দ্রুত মুন্সীগঞ্জের গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানিয়ে ভুক্তভোগীকে দ্রুত উদ্ধারে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
৯৯৯ ডিসপাচার ফায়ার ফাইটার মো. হানজালাল সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশন এবং কলারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।
সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট এসি মেকানিক তানভীরকে (১৮) জীবিতা অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।
ফায়ার সার্ভিস দলের নেতৃত্বে থাকা ফায়ার লিডিং অফিসার রিফাত মল্লিক ৯৯৯-কে এই তথ্য নিশ্চিত করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল