রাঙামাটির রাজস্থলীতে নিখোঁজ তিন শ্রমিকে উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন সোহাগ (২০) , রূপক (১৮) ও বিশ্বজিৎ দে (২২)।
গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজস্থলী উপজেলাধীন ২নং গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়া এলাকায় থেকে তাদের উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকালে এই তথ্য জানায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাঙামাটি রাজস্থলী উপজেলাধীন ২নং গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়া এলাকায় ওয়াল নির্মাণ কাজে নিয়োজিত স্থানীয় তিন শ্রমিক সোহাগ, রূপক ও বিশ্বজিৎ হঠাৎ নিখোঁজ হয়ে যান। তাদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ না দিলেও পুলিশ খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করে। একদিন পর ঘটনাস্থল থেকে পুলিশ তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। তবে কে বা কারা তাদের অপহরণ করেছিল সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি অপহৃতরা।
রাঙামাটি রাজস্থলী থানার কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, গত সোমবার রাতে নিখোঁজ হয় ওই তিন শ্রমিক। ঠিকাদার ও নিখোঁজদের পরিবার অপহরণ দাবি করলেও থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে পুলিশ খবর পেয়ে ঘটনা তদন্ত শুরু করে গোপনে। নিখোঁজদের মোবাইল ট্রাকিং করে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের গলায় মোটা শিকল আর তালা ঝুলানো ছিল। তবে তারা সুস্থ অবস্থায় ছিলেন। তাদের শরীরে নির্যাতনে কোনো চিহ্ন নেই। পুলিশ ঘটনার অধিকতর তদন্ত করছে।
বিডিপ্রতিদিন/কবিরুল