সারা দেশের মতো গাজীপুরেও আগামী ১৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে গাজীপুরের সিভিল সার্জনের সম্মেলনকক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: হাবিবুর রহমান খান।
তিনি জানান, সকাল ৮টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ওইদিন গাজীপুরে ৬-১১ মাস বয়সী সব শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ বছর জেলার পাঁচটি উপজেলা, তিনটি পৌরসভা, ৪৫টি ইউনিয়নে এক হাজার চারশত ২৬টি কেন্দ্রে মোট ৬ লাখ ২৫ হাজার ৫০০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৭১ হাজার ৫০০ এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার জন।
কর্মশালায় বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। কর্মশালায় গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/এএম