বাগেরহাটের ফকিরহাটে খাবার লোভ দেখিয়ে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছরের আ. হামিদ শেখ নামের বৃদ্ধের বিরুদ্ধে। শনিবার সকালে ওই শিশুর মা বাদী হয়ে আ. হামিদ শেখের বিরুদ্ধে ফকিরহাট থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর থেকে পলাতক রয়েছেন আ. হামিদ শেখ।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু আলীমুজ্জামান জানান, বুধবার বিকেল ৪টার দিকে ওই শিশু বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলছিল। এসময় আ. হামিদ শেখ শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে একটি ঘরে ডেকে নিয়ে যায়। এরপর শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে নির্যাতনের স্বীকার শিশুটি বিষয়টি তার পরিবারকে জানায়। শনিবার সকালে ওই শিশুর মা বাদী হয়ে আ. হামিদ শেখের বিরুদ্ধে ফকিরহাট থানায় মামলা দায়ের করেছেন। শিশুটির ডাক্তারী পরীক্ষার বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আ. হামিদ শেখকে গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে।
বিডি প্রতিদিন/এএম