পঞ্চগড়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে দক্ষতা প্রতিযোগিতা (স্কিলস কম্পিটিশন) আয়োজন করেছে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। কারিগরি শিক্ষা অধিদপ্তরের এসেট প্রকল্পের আওতায় ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শনিবার সকালে কলেজের হলরুমে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম। পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন ডালির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসি’র অধ্যক্ষ আব্দুল হালিম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পৌর কাউন্সিলর লুৎফর রহমান ও আজাদ কম্পিউটারের পরিচালক জুনায়েদ হোসেন আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা কলেজ ক্যাম্পাসে স্কিলস কম্পিটিশন উপলক্ষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। কম্পিটিশন শেষে জেলা পর্যায়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। পরে তারা রংপুরে আঞ্চলিক পর্যায়ের কম্পিটিশনে অংশগ্রহণ করবে। এরপর জাতীয় পর্যায়ে কম্পিটিশন অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এমআই