রংপুরে এক দোকানের ভাড়াটিয়া ভাড়া পরিশোধ না করে উল্টো দোকান ঘরের মালিককে মারপিট করে গুরুতর আহত করেছেন। এ ঘটনায় মামলা করার পরে ভাড়াটিয়া প্রাণনাশের হুমকি দিচ্ছেন। প্রতিকার চেয়ে শনিবার দুপুরে সিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশসহ প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন রোকেয়া কলেজ সংলগ্ন ইন্দারা মোড়ের বাসিন্দা সুলতান চৌধুরী।
সংবাদ সম্মেলনে সুলতান আলম চৌধুরী জানান, রাহাত হোসেন খান নামে এক ব্যক্তি রংপুর নগরীর ইন্দ্রার মোড়ে অবস্থিত তার দোকানঘর মাসিক ভাড়ার শর্তে ভাড়া নেন। দোকানঘর ভাড়া নিয়ে ডেকোরেটর ও ডিসের ব্যবসা শুরু করেন। প্রায় ১ বছর থেকে দোকান ঘরের ভাড়া পরিশোধ না করে বিভিন্ন ধরনের অজুহাতসহ হুমকি-ধামকি প্রদান করে আসছেন।
এরই জের ধরে গত ১৬ মে রাতে ইন্দ্রার মোড়স্থ কাপড়ের দোকানঘর বন্ধ করে নিজ বাড়িতে ফেরার পথে সিটি ডেকোরেটর নামক দোকানের সামনে পৌঁছামাত্র পূর্বপরিকল্পিতভাবে রাহাত হোসেন খান ও তার দোকানের কর্মচারী আশরাফুল ইসলামসহ আরও অজ্ঞাত ৩-৪ জন তার পথ রোধ করে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। পরে তাকে স্থানীয় লোক হাসপাতালে ভর্তি করেন। তার পিঠে ১৪টি সেলাই করা হয়। এ ঘটনায় থানায় মামলা করলে আসামি পক্ষ মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মাহফুজুর রহমান জানান, আমি চিকিৎসার কারণে ছুটিতে ছিলাম। আজকে যোগদান করেছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রশাসনের পক্ষ থেকে যা যা করণীয় তা গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সুলতান আলম চৌধুরীর স্ত্রী এলিচ চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই