বগুড়ার কাহালু উপজেলার কালাই মাঝপাড়া গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে দেবরের ধাক্কায় ভাবি আছমা বেগমের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার বিকালে মারা যাওয়া আছমা একই এলাকার আব্দুল হাকিমের স্ত্রী।
বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, জেলার কাহালু উপজেলার কালাই মাঝপাড়ার তইব আলীর দুই ছেলে আব্দুল হাকিম ও আব্দুল মুকিনের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে শনিবার বিকালে মুকিনের সঙ্গে তার ভাবি আছমা বেগমের বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে মুকিন তার ভাবিকে ধাক্কা দিলে লুটিয়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলার দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম