ডেঙ্গুর বিষয়ে জনসচেতনতা বাড়াতে বরিশালে মানববন্ধন করা হয়েছে। জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শিশু কিশোর সংগঠন ‘শিশু স্বপ্ন’র ব্যানারে শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন করা হয়। এসময় হাতে তৈরি একটি বড় প্রতীকী ডেঙ্গু মশা প্রদর্শন করা হয়।
সংগঠনের সভাপতি লেখক ও চিত্রশিল্পী সাইফুল্লাহ নবীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল তালুকদার ও মিজানুর রহমান মিজান ও মমতাজ বেগম।
বক্তারা ডেঙ্গুর ভয়াবহতা থেকে বাঁচতে ঘরবাড়ি, আঙিনা, ভবনের ছাদ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সবাইকে সাবধান থাকার পরামর্শ দেন।
বিডি প্রতিদিন/নাজমুল