জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘জাতির জনকের শেখানো অহিংস পথে আমরা সকলের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী, কারো সাথে বৈরিতায় নয়। যে কেউ বাংলাদেশের সঙ্গে কাজ করতে চাইলে অতিথিপরায়ন অহিংস বাঙালির দরজা আপনাদের জন্য সর্বদা খোলা আছে। কিন্তু ভালো বন্ধু হোন, প্রভু নয়। মনে রাখবেন, বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না। বাঙালির প্রভু হওয়ার অলীক আকাঙ্ক্ষা অনুগ্রহ করে পরিত্যাগ করুন।’
আজ শনিবার জয়পুরহাট-২ আসনের ক্ষেতলাল ও কালাই উপজেলার পৃথক পৃথক ৮ টি গ্রামে অনুষ্ঠিত দোয়া মাহফিল এবং উন্নয়ন ও জন-আকাঙ্ক্ষা বিষয়ক মতবিনিময় সভা এবং ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ২৯৩ টি প্রতিষ্ঠানে ২ কোটি ৮ লাখ টাকা টিআরের অর্থ বিতরণ সভায় তিনি এসব কথা বলেন।
হুইপ স্বপন বলেন, ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের প্রকাশ্য এজেন্ডা জঙ্গিবাদমুক্ত সমাজ, মানবাধিকার সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, মানুষের মৌলিক অধিকার এবং ভোটাধিকার। গোপন এজেন্ডা কিছু থাকলে ভিন্ন কথা। বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশও অভিন্ন বিষয়ে একই মতবাদ ব্যক্ত করে এবং একই লক্ষ্য পূরণের জন্য কাজ করছে। এটি আজ প্রমাণিত সত্য।’
তিনি বলেন, ‘একটি কথা স্মরণ রাখবেন বন্ধুরা, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কেবল বাংলাদেশের উন্নয়ন, শান্তি ও মানবতার পাহারাদার নয়, শেখ হাসিনা আজ আঞ্চলিক শান্তি ও স্থিতির জন্য অপরিহার্য অনুষঙ্গ। শেখ হাসিনা বিহীন বাংলাদেশ আঞ্চলিক শান্তি ও স্থিতির জন্য সুখকর হবে না।
দিনব্যাপী অনুষ্ঠিত এসব পৃথক পৃথক সভায় আরো বক্তব্য রাখেন জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত বন্যা, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, মেয়র শহীদুল আলম, মেয়র রাবেয়া সুলতানা, জয়পুরহাট চেম্বার সভাপতি আহসান কবীর এবলব, জেলা আওয়ামী লীগ নেতা এবিএম মাসুদ রেজা প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ