ঠাকুরগাঁওয়ে তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী ও বেগমান করার লক্ষ্যে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বালিয়াডাঙ্গি উপজেলার চাড়োল ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য দলীয় নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়নের সভাপতি দিলীপ কুমার চ্যাটার্জী,সাধারণ সম্পাদক রুকনুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল