চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এমরান ফারুক মাসুম ও সাধারণ সম্পাদক পদে মো. জাফরুল আলম নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হোসেন শাহনেওয়াজ, সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. নাদিম হোসেন এবং কোষাধ্যক্ষ পদে মো. হারুন-অর-রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ক্লাবের সভাপতি মো. আলমগীর কবির কামাল এবং সাবেক সাধারণ সম্পাদক মো. জোনাব আলী। এদিকে নির্বাচিতদের শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম।
বিডি প্রতিদিন/এমআই