বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জের উদ্যোগে বাহিনীর তৃণমূল পর্যায়ে কর্মরত আনসার ও ভিডিপি সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে রবিবার ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন আনসার ও ভিডিপি, কুমিল্লা রেঞ্জ পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, কুমিল্লা। উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী।
কুমিল্লা রেঞ্জ পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে আগামীর উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মহাপরিচালকের ঐকান্তিক প্রচেষ্টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা বিভিন্ন জনহিতকর কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবহিকতায় দেশব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বাহিনীর কর্মকর্তা, কর্মচারী, সদস্য-সদস্যাসহ স্থানীয় জনসাধারণকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ ও সচেতনতা বৃদ্ধির প্রয়াস অব্যাহত রয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জে এই ধরনের কার্যক্রম চলমান থাকবে।
আনসার ও ভিডিপি কুমিল্লা রেঞ্জের মেডিকেল টিমের সদস্য চিকিৎসক ডা. মো. রবিউল ইসলাম পাটোয়ারী ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মো. গোলাম কিবরিয়া, ল্যাব অ্যাসিস্ট্যান্ট মো. জমির হোসেন আগত রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন।
মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মো. শাহীদুল ইসলাম, মোহাম্মদ সোহেল রানা সরকার, সার্কেল অ্যাডজুট্যান্ট মো. মনিরুল ইসলাম, কুমিল্লা, মো. তানজির আজাদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তারা, আনসার ও ভিডিপি কুমিল্লা রেঞ্জে কর্মরত বিভিন্ন পদবির কর্মকর্তা-কর্মচারী, সদস্যরা।
বিডি প্রতিদিন/এমআই