নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে ধনু নদীর নয়াপাড়া ঘাটে ভেসে এল অর্ধগলিত শিশুর (ছেলে) লাশ।
খালিয়াজুরী থানার ওসি মোহাম্মদ আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আমরা খবর পেয়ে সেখানে যাচ্ছি। পাঁচ থেকে ছয় বছরের শিশু ছেলের লাশ এটি।”
তিনি বলেন, “ধারণা করা হচ্ছে কিছুদিন আগে সুনামগঞ্জের শাল্লায় মায়ের সাথে দুই শিশু স্রোতে ভেসে গিয়েছিল। ওই ভেসে যাওয়া দুই শিশুর একটি হতে পারে। কারণ গত ২১ জুন মেয়ে শিশুটির মরদেহ আমাদের এখানে ভেসে আসলে তা উদ্ধার হয়। তারপরও উদ্ধারের পর খোঁজ নিয়ে দেখব।”
বিডি প্রতিদিন/কালাম