টেকনাফ পৌরসভা ফুটবল দল উপজেলা চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের মাঝে জার্সি ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
টেকনাফ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় টেকনাফ পৌরসভা ফুটবল দল উপজেলা চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের মাঝে জার্সি ও ঈদ উপহার বিতরণ করেন টেকনাফ পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম।
মঙ্গলবার (২৭ জুন) বেলা ১১ টার দিকে টেকনাফ পৌরসভা কার্যালয়ের হলরুমে টেকনাফ পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলামের সভাপতিত্বে পৌর কর্মকর্তা মো. ওসমানুল কবির ওয়াসিমের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহদুর,কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ক্রীড়াবিদ ফরহাদুজ্জান,৯নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল বশর নুচ্ছার।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর লিলি আক্তার, ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আরফা বেগম,পৌরসভা ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, পৌর কর্মকর্তা রবিউল ইসলাম, প্রাক্তন খেলোয়াড় মো. হাসেম ও পৌরসভা ফুটবল দলের টিম ম্যানেজার ফয়েজ উল্লাহ নুনুসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও খেলোয়াড়বৃন্দ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ