চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সানোয়ারা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মো. সুজনের স্ত্রী।
আজ শনিবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বিকেলে নিহতের শ্বশুর বাড়ির লোকজন মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়।
পুলিশ ও নিহতের পরিবার জানান, প্রায় ৭ বছর আগে সুজন আলী সানোয়ারাকে ২য় স্ত্রী হিসেবে বিয়ে করে। এরপর থেকেই পারিবারিক কলহ লেগেই থাকত।
এদিকে আজ শনিবার বিকেলে সুজনের পরিবার সানোয়ারাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে এবং সে গলায় দড়ি দিয়েছে বলে তাকে হাসপালে এনে প্রচারণা চালায়।
একপর্যায়ে সানোয়ারা মারা গেলে তার মরদেহ রেখে পালিয়ে যান স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। পরে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।