বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের শহর কক্সবাজারে স্থানীয় জনগোষ্ঠীর জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম-জাতিসংঘের অভিবাসন সংস্থা)
কক্সবাজারের উখিয়ার বালুখালীতে উপ-স্বাস্থ্য কেন্দ্র পুনঃনির্মাণ করেছে।
কাতার সরকারের রাষ্ট্রীয় সংস্থা কাতার চ্যারিটি-এর আর্থিক সহযোগিতায় এই স্বাস্থ্য কেন্দ্রটির পুনঃনির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করেছে।স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন শেষে কাতার চ্যারিটির হেড অব অপারেশন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল প্রোগ্রাম নওয়াফ আব্দুল্লাহ আল হাম্মাদি গণমাধ্যমে ব্রিফিংয়ে জানান, কাতার সরকার সব সময় বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের যে কোন ক্রাইসিসে কাতার সরকার বাংলাদেশের পাশে আছে এবং পাশে থাকবে। রোহিঙ্গা সংকটের শুরু থেকে কাতার বাংলাদেশকে নানাভাবে সহায়তা দিয়ে আসছে। বিশেষ করে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবার জন্য স্বাস্থ্য কেন্দ্র নির্মাণে সহায়তা দিয়েছে। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া রোহিঙ্গাদের জন্য ঘর নির্মাণ করে দিয়েছে কাতার চ্যারিটি।
স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন শেষে কাতার চ্যারিটির এই কর্মকর্তা বালুখালী ১১ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। পরে তিনি কাতার চ্যারিটির নির্মাণ করে দেয়া রোহিঙ্গাদের ঘর পরিদর্শন করেন।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, আইওএম-বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন নিহান এরদোয়ানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রতিদিন/আরাফাত