১৭ জুলাই, ২০২৩ ২১:১৭

নাইক্ষ্যংছড়িতে পাহাড় কাটার দায়ে একজনের কারাদণ্ড

বান্দরবান প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে পাহাড় কাটার দায়ে একজনের কারাদণ্ড

প্রতীকী ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে অবৈধভাবে পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের অভিযোগে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার ১৭ জুলাই দুপুরে সোনাইছড়ি ইউনিয়নের চুল্লাপাড়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। 

আদালত চলাকালে প্রমাণিত হয় যে, মুজিবুল হক (৫০) একটি স্কেভেটর দিয়ে টিলা আকৃতির একটি পাহাড় কেটে মাটি সরিয়ে নিচ্ছিলো। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্ত মুজিবুল হককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ব্যবহৃত স্কেভেটর জব্দের নির্দেশ দেন। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর