কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাবার অটোরিক্সার চার্জারের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইবোনের মৃত্যু ঘটেছে।বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার শিমুলবাড়ি সোনাইকাজী ধরলাপাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।এলকাবাসীরা জানান, বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টার দিকে নিহত শিশু দুটির পিতা ছকিমুদ্দিন তার বাড়ির উঠানে প্রতিদিনের মত নিজের ব্যাটারি চালিত অটোরিক্সা চার্জ দিচ্ছিলেন। কিন্তু এসময় অসাবধানতাবশত অটোরিক্সার চাবি অন করা অবস্থায় তিনি বাড়ির বাইরে যান।
এরই মধ্যে শিশু মেয়ে ছুফিয়া মনি (২) সবার অজান্তে চার্জে থাকা অটোরিক্সায় উঠে পিকআপে হাত দিয়ে টান দিলে বিদ্যুতের তার ছিড়ে গিয়ে অটোরিক্সাটি বিদ্যুৎতায়িত হয়। এ সময় শিশু ছুফিয়া অচেতন হয়ে পড়লে বড় ভাই তোফায়েল বাবু (১০) তাকে উদ্ধার করতে এসে সেও বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং বিদ্যুতের তার প্যাঁচিয়ে গায়ের বিভিন্ন অঙ্গ পুড়ে যায়। এরপরে তাদের পরিবারের লোকজন ও এলাকাবাসীরা তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন। এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ হোমায়রা পারভিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএ