১০ আগস্ট, ২০২৩ ২১:৩৬

গৌরনদীতে আওয়ামী লীগের বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

গৌরনদীতে আওয়ামী লীগের বর্ধিত সভা

বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন, চার দলীয় জোট সরকারের আমলে গৌরনদী ও আগৈলঝাড়ার সংখ্যালঘু ও আওয়ামী লীগ নেতাকর্মীরা নির্যাতিত হয়ে বাড়িঘর ছেড়ে রামশীলে আশ্রয় নিয়েছিল। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে তারা হত্যা করেছে। বসতঘর ভাঙচুর ও মালামাল লুট করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারা নিজ এলাকায় শান্তিতে বসবাস করছে। স্থিতিশীলতা বজায় রাখতে আবারও নৌকা বিজয়ী করার আহ্বান জানান তিনি। 

বৃহস্পতিবার বিকেলে জেলার গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসানাত আবদুল্লাহ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করার আহ্বান জানান তিনি। 

বার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক হাওলদারের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সদস্য আশিক আব্দুল্লাহ্, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক পৌর মেয়র মো. হারিছুর রহমান, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহসভাপতি জেলা পরিষদের সদস্য এইচ.এম রাজু আহম্মেদ হারুন, সহ-সভাপতি আবু সাঈদ নান্টু ও  উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী। 

এছাড়া উপজেলা আওয়ামী লীগ সদস্য মকবুল সরকার, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব আলমসহ অন্যান্যরা সভায় বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর