১২ আগস্ট, ২০২৩ ১৮:৫১

চাঁদপুরে গাঁজাসহ আটক ১

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরে গাঁজাসহ আটক ১

চাঁদপুর লঞ্চঘাট এলাকা থেকে ৭ কেজি ২শ’ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে। শনিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গোপন সংবাদে শনিবার দুপুরে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে লঞ্চঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে লঞ্চঘাট থেকে ঢাকাগামী লঞ্চের দ্বিতীয় তলায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা ব্যাগ তল্লাশি করে ৭টি প্যাকেটে ৭ কেজি ২শ’ গ্রাম গাঁজাসহ আমির হোসেন (২৫)কে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী আমির হোসেনের বাড়ী নরসিংদী জেলার, রায়পুর থানার মিবিকান্দী গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দকৃত গাঁজা কুমিল্লা হতে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর থেকে লঞ্চযোগে ঢাকা নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত গাঁজা পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর