ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার তালিনা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি গোলাম রসুল গ্রামের একটি বাড়িতে বৈদ্যুতিক মটর মেরামতের কাজ করছিল। সেসময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয় সে। সেখান থেকে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গোলাম রসুল তালিনা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
বিডি প্রতিদিন/এমআই