রংপুরে টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকালে রংপুর ডায়াবেটিক সমিতি কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের সচিব উম্মে ফাতিমা, অতিরিক্ত জেলা প্রশাসক এডব্লিউএম রায়হান শাহ, রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, টিসিবি আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক শফিকুল ইসলাম, সহকারী পরিচালক জামাল উদ্দিনসহ অন্যরা।
বিডি প্রতিদিন/এএম