সুনামগঞ্জের দোয়ারাবাজারে খাসিয়ামারা নদীর উপর নির্মিত রাবার ড্যাম রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার দুপুরে উপজেলার টিলাগাঁও এলাকায় ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
এ সময় স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, খাসিয়ামারা নদী থেকে উত্তোলিত বালু-পাথর একটি প্রভাবশালী মহল ড্যামের উপর দিয়ে বড় বড় নৌযানে করে পরিবহন করছে।এতেকরে রাবার ড্যামটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। ফলে আমন মৌসুমে কয়েক হাজার একর ধানী জমি আবাদ করতে পারবেন না কৃষকরা।
তাদেরকে এই সমূহ ক্ষতির হাত থেকে রক্ষায় রাবার ড্যামের উপর দিয়ে বালু-পাথরবাহী নৌযান চলাচল বন্ধ করতে প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান কৃষকরা।
এ সময় বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান শাহজাহান মাস্টার, কৃষক নেতা আব্দুল আউয়াল, ইউপি সদস্য জামাল উদ্দীন, হাছন আলী, কৃষক আব্দুল আউয়াল, শামসুল হক, শিক্ষক বিনয় বোষণ পুরকায়স্থ, কৃষক আব্দুল হক, ফরহাদ আলম, জাকির হোসেন,আকুল মিয়া, আফিজ আলী, মারফত আলী, শুকুর আলী, নৌশাদ আলী, হানিফ আলী, আলতাব আলী, আরব আলী, জামাল উদ্দীন, কামাল মিয়া, মৈদর আলী, আইনুল হক প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল