জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাগেরহাটে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।
সোমবার সকালে বাগেরহাট সদর উপজেলার দেপাড়া বাজারে উন্নয়ন সংস্থা আশার আঞ্চলিক কার্যালয়ে শতাধিক নারী, পুরুষ ও শিশুদের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
আশার হেলথ ইনচার্জ ফাতেমা জান্নাতের সঞ্চালনায় জেলা ব্যবস্থাপক মো. ওলিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের দেপাড়া শাখা ব্যবস্থাপক মো. জাকারিয়া, ইউপি সদস্য ইমাম হাসান জেলাল ও আলী আকবর হালদারসজ অন্যরা।
বিডি প্রতিদিন/এমআই