জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠিতে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আশা ঝালকাঠি সম্বনিত স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে সোমবার সকালে শহরের মধ্যচাঁদকাঠি এলাকায় সংস্থার কার্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ফিজিওথেরাপি ও ওষুধ দেয়া হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। আশা ঝালকাঠির সিনিয়র জেলা ব্যবস্থাপক শেখ ফিরোজ আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সিভিল সার্জন ডাক্তার জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর হাফিজ আল মাহামুদ, আশার ডিভিশনাল ম্যানেজার জসিম উদ্দিনসহ আরো অনেকে।
বিডি প্রতিদিন/হিমেল