ফেনী শহরের ১৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম উকিল পাড়ায় ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত ১২টার দিকে ডাকাতরা বাসার লোকজনের হাত পা বেঁধে মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।
খবর পেয়ে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ডাকাতির শিকার বাসার মালিক সাবেক ভূমি কর্মকর্তা আবদুল মতিন ভূঞা বলেন, রাত ১২টার দিকে পিস্তল ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে তিনজন ডাকাত ঘরে প্রবেশ করে। পরে ডাকাতরা আমার স্ত্রীকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হাত-পা বেঁধে ফেলে।
ডাকাতরা প্রায় দেড় ঘণ্টা আমার বাসায় তাণ্ডব চালিয়ে ৭-৮ ভরি স্বর্ণালংকারসহ নগদ ২ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে জানান তিনি।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাফুজুর রহমান বলেন, পুলিশের টিম কাজ করছে। তদন্তপূর্বক পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।
বিডি প্রতিদিন/এমআই