১৭ আগস্ট, ২০২৩ ১৫:৫২

সিরিজ বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি


সিরিজ বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে যুবলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার নের্তৃত্বে এই কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকালে সদরের মীরগঞ্জ বাজার এলাকা থেকে মিছিল শুরু হয়ে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে। এসময় কালো পতাকা প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া, রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাকিল চৌধুরী, দিপু মাহমুদ, রাজু পাটওয়ারী, দিদার মোল্লাসহ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর