২৫ আগস্ট, ২০২৩ ১৫:৫২

তিস্তা নদীর পানি বিপৎসীমার উপরে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

তিস্তা নদীর পানি বিপৎসীমার উপরে

প্রতীকী ছবি

আবারও তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এ নিয়ে চলতি মৌসুতে তৃতীয় বারের মতো বিপৎসীমা অতিক্রম করলো।  তিস্তার পানি বাড়ায় নদীর তীরবর্তি এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।  

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, দেশের উত্তরাঞ্চলের নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। দেশে ও উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের কারণে আগামী ৪৮ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার, করতোয়া, আত্রাই, কুলিখ, টাঙ্গন ও পুনর্ভবা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তিস্তার নদী ডালিয়া এবং কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এছাড়া ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পেলেও গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুশিয়ারা ও সোমেশ্বরী ব্যতীত, দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে। 

রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ৩টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। ওই পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫০ সেন্টিমিটার। এছাড়া তিস্তা নদীল পানি কাউনিয়া পেয়েন্টেও বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। 
লহ্মীটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, আমার ইউনিয়নের প্রায় সবগুলো ওয়ার্ড নদী বেষ্টিত। ইতোমধ্যে বিভিন্ন গ্রামে পানি ঢুকে পড়েছে
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, উজানে অতিভারী বৃষ্টির কারণে তিস্তাসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি পেয়েছে।আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত এ পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর