সিরাজগঞ্জের বেলকুচিতে পারিবারিক কলহের জেরে ছেলের কোদালের আঘাতে বাবা খুন হয়েছেন। নিহত আশরাফ আলী (৫৫) এনায়েতপুর থানার গোপরেখী গ্রামের বাসিন্দা। রবিবার রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ছেলে মুছাকে (৩৩) আটক করেছে।
এনায়েতপুর থানা অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, দীর্ঘ দিন মুছা ও তার মায়ের সাথে পারিবারিক কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে মুছা ও তার মায়ের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে তার বাবা আশরাফ আলী এগিয়ে আসলে ছেলে মুছা পাশে থাকা কোদালের গোড়ালি দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে আশরাফ আলী গুরুত্বর আহত হলে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে মুছাকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় হত্যা মামলা হবে।
বিডি প্রতিদিন/এএম