সিরাজগঞ্জের কামারখন্দে পিকনিকের নৌকা থেকে পড়ে গিয়ে শ্যালো ইঞ্জিনের ফ্যানের সঙ্গে আঘাত পেয়ে সুফিয়া খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ভধ্রঘাট ইউনিয়নের কুটিরচর এলাকায় ইছামতি নদীতে এ ঘটনা ঘটে। নিহত সুফিয়া খাতুন বাজার ভদ্রঘাট গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক জানান, সকালে মিলের শ্রমিকরা নৌকায় করে বনভোজনে যাচ্ছিলেন। মিলের শ্রমিক না হলেও সুফিয়া তার জা রাকিবুন খাতুনের সঙ্গে বনভোজনে যাচ্ছিলেন। নৌকা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সুফিয়া পা পিছলে পড়ে যান। এসময় ইঞ্জিনের ফ্যানের সঙ্গে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
বিডি প্রতিদিন/এএম