নড়াইলে হাঁসের খামারে খাবার দেয়ার সময় সাপের কামড়ে খামার মালিকের মৃত্যু হয়েছে। নিহত খামার মালিক রোজি মোল্যা (৪৬) চাঁচুড়ী ইউনিয়নের মনু মোল্যা মাষ্টারের ছেলে। রবিবার রাতে জেলার কালিয়া উপজেলার বনগ্রামে এ ঘটনা ঘটে।
মৃতের স্বজন সূত্রে জানা গেছে, খামার মালিক রোজি মোল্যা রবিবার সন্ধ্যার পর তার হাঁসের খামারে খাবার দিতে যান। খামারে যাওয়ার পর তাকে সর্প দংশন করে। প্রথমে তাকে স্থানীয়ভাবে সাপের কবিরাজ ঝাঁড়ফুক দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। কিছু সময় পর রোজি মোল্যা অসুস্থ হয়ে পড়লে তাকে নড়াইল সদর হাসপাতালে আনা হয়। এখান থেকে তাকে খুলনায় রেফার করলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত ২টার দিকে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/এএম