টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে মো. তারেক মিয়া (২৮) নামে এক টিউবওয়েল শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে উপজেলার দেবরাজ এলাকায় মর্টারের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানায় স্বজনরা। তিনি ওই এলাকার শাজাহান মিয়ার ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, নষ্ট হওয়া মর্টারের পাইপ তুলতে গিয়ে বিদ্যুতের ঝুলন্ত তারের সাথে ওই পাইপের স্পর্শ লাগে। স্বজনরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, কোনো পক্ষের অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই