শিরোনাম
- মতিঝিলে সেনাকল্যাণ ভবনের আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
- ২১ বছর বয়সেই হওয়া যাবে নির্বাচন পর্যবেক্ষক
- তুলা আমদানিতে ২% উৎসে কর প্রত্যাহার
- জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার
- গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দেশব্যাপী বিএনপির দোয়া ও মিছিল
- এবার পশ্চিমা বিশ্বকে হামলার হুমকি মেদভেদেভের
- ফ্রান্সে ৪০ বছর কারাভোগের পর ফিলিস্তিনপন্থী যোদ্ধাকে মুক্তির নির্দেশ
- তৃষ্ণার জোড়া গোলে ভুটানকে আবারও হারালো বাংলাদেশ
- দুই সপ্তাহে গাজায় যুদ্ধে যাওয়া ৪ ইসরায়েলি সেনার আত্মহত্যা
- ব্যবসায়ী সোহাগ হত্যা: তিন আসামির স্বীকারোক্তি
- অবশেষে বিচ্ছেদ গুঞ্জন নিয়ে মুখ খুললেন ওবামা দম্পতি
- তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের দুঃসাহস দেখাবেন না : মীর হেলাল
- ইরাকে নরওয়ের কোম্পানির তেলক্ষেত্রে ড্রোন হামলা
- জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রধান কারণ ছিল বেকারত্ব : আসিফ মাহমুদ
- বরিশালে শিক্ষার্থীদের গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ১৬ বছর বয়সীদের ভোটার বানাবে যুক্তরাজ্য
- গৃহবধূকে বাস থেকে নামিয়ে নির্যাতন, ৫ নারী কারাগারে
- আওয়ামী লীগ ও নৌকা ফিরিয়ে আনার জন্য ষড়যন্ত্র হচ্ছে : রাশেদ প্রধান
- পাহাড়ে প্রার্থনায় শ্রদ্ধা জানানো হলো জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের
- চিরিরবন্দরে চার ব্যবসাপ্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা
যুবককে পানিতে চুবিয়ে নির্যাতনের ঘটনায় মামলা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

রাজশাহীর চারঘাটে টাকা চুরির অপবাদে দুই যুবককে বুক সমান মাটিতে পুঁতে ও পানিতে চুবিয়ে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার ১ মাস ২০ দিন পর সোমবার রাতে নির্যাতনের শিকার মোহন ইসলামের মা নাসিমা বেগম বাদী হয়ে চারঘাট থানায় মামলাটি করেছন। চারঘাট থানার পরিদর্শক (তদন্ত) আবজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় নয়জনের নাম উল্লেখ করে ১৩ জনকে আসামি করা হয়েছে। বাকি চারজন অজ্ঞাত আসামি।
এজাহারভুক্ত আসামিরা হলেন, চারঘাটের চামটা গ্রামের মুক্তার হোসেন মুক্তা (৪০) ও মো. শুভ (২২), শলুয়া গ্রামের আবদুল ওয়াদুদ শুভ (৩৫), লালন (৩০) ও মিজান (৩৫), শিবপুর গ্রামের সাব্বির হোসেন (৩৮), দৌলতপুর গ্রামের ঋত্বিক (২৩), জিনারুল (৪০) ও সাকলাইন (৩৬)। এদের মধ্যে আবদুল ওয়াদুদ শুভ শলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
পরিদর্শক আবজাল হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে হত্যার উদ্দেশে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
গত ৯ জুলাই চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মছু নামে এক যুবককে স্থানীয় মালেকের মোড় থেকে তুলে নিয়ে যায় মুক্তা ও শুভর নেতৃত্বে কয়েক যুবক। এক নারীর ১ লাখ ৬০ হাজার টাকা চুরির অভিযোগে তাদের নির্যাতন করে। টাকার দাবিতে মছুকে বুক পর্যন্ত মাটিতে পুতে নির্যাতন করা হয়। নির্যাতন সহ্য করতে না পেরে মোহন ইসলামের কাছে টাকা আছে বলে মছু জানায়। এর পর মুক্তা-শুভর বাহিনী মোহনকে তুলে নিয়ে গিয়ে দিনভর নির্যাতন করে।
মোহন জানান, সেদিন সকাল সাড়ে আটটার দিকে মছুকে ধরে নিয়ে গর্ত খুঁড়ে বুক সমান মাটিতে পুঁতে রাখা হয়। চলে মধ্যযুগীয় নির্যাতন। দুপুরে সেখান থেকে তুলে একটি কক্ষে নিয়ে নির্যাতন করে। সেখানে তার স্বীকারোক্তি নেওয়া হয়। তারপর বিকেলে তাকে তুলে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখে বিলের পানিতে। পানিতে চুবিয়ে রেখে চলে জিজ্ঞাসাবাদ।
মোহনের মা ও মামলার বাদী নারী গ্রাম পুলিশ সদস্য নাসিমা খাতুন বলেন, ‘ঘটনার মাসখানেক পর দুই যুবককে মাটিতে পুঁতে রাখা ও পানিতে চুবানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ প্রথমে থানায় জিডি করে আমাদের মামলা করতে বলে। কিন্তু ঘটনার পর থেকে বিষয়টি কাউকে না বলার জন্য আসামিরা হুমকি দিয়ে আসছিল। আসামিদের বিচার নিশ্চিত করতে পুলিশ আশ্বাস দেওয়ায় মামলা করা হয়।’
নাসিমা খাতুন বলেন, ‘অনেকদিন পরে হলেও মামলা দিতে পেরেছি। আমার চাওয়া দ্রুত তদন্ত শেষে ন্যায্য বিচার নিশ্চিত করা হোক।’
বিডি প্রতিদিন/এএম
টপিক
এই বিভাগের আরও খবর