কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া নয়াপাড়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত রোহিঙ্গা নারী হলেন হ্নীলা জাদিমুরা নয়াপাড়া, ৯নং ওয়ার্ড, শালবাগান ক্যাম্প-২৬, ব্লক-ডি/৪, এফসিএন নং-২৫৩৫১০ এর বাসিন্দা মোহাম্মদ উল্যাহর স্ত্রী ও মৃত আবদুল জলিলের মেয়ে শহর বানু (৪৫)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবাইর সৈয়দ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁরই নেতৃত্বে টেকনাফ থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালানা করে হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ জাদিমোড়া নয়াপাড়া সাকিনের শালবাগান ক্যাম্প-২৬ সংলগ্ন চৌকিদার কবিরের বাড়িতে ধৃত আসামি শহর বানুর বসত ঘর থেকে ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবেলট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনার বিষয়ে টেকনাফ মডলে থানায় মামলা রুজু করা হয়। আসামিকে বিজ্ঞ আাদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ