দীর্ঘ ১৭ বছর পর পটুয়াখালীর বাউফলে জাতীয়তাবাদী দল বিএনপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টায় সাবেক এমপি সহিদুল আলম তালুকদার ও পৌর বিএনপির সভাপতি ও কাউন্সিলর হুমায়ন কবিরের নেতৃত্বে হাসপাতাল রোডস্থ ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহম্মেদ তালুকদারের বাসভবনের সামনে থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে ও রংবেরঙের প্লেকার্ড হাতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেড় হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় তার বাসভবনের চত্ত্বরে গিয়ে শেষ হয়।পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক এমপি সহিদুল আলম তালুকদার, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাসলিম তালুকদার, আনিচুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সহকারী অধ্যাপক জসিম উদ্দিন প্রমুখ। সভায় সহযোগি সংগঠনের কয়েকশ নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
অপরদিকে সকাল ১০টায় হাইস্কুল এলাকায় মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম থেকে কেন্দ্রীয় বিএনপির সহ দপ্তর সম্পাদক মু. মনির হোসেন ও উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই অডিটোরিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মু. মুনির হেসেন, আপেল মাহমুদ ফিরোজ ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সামুয়েল আহমেদ লেনিন প্রমুখ। আলোচনা সভায় কয়েকশ নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০৬ সালের পর থেকে বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়নি।
বিডি প্রতিদিন/এএ