সিরাজগঞ্জ পৌর শহরের মাছুমপুর মহল্লার মাছের পুকুরে রাতের আধারে কে বা কারা গ্যাস ট্যাবলেট দিয়েছে। এতে পুকুরের সব মাছ মারা যাচ্ছে। গত তিন দিনে ছোট ও মাঝারি আকারে পাঙ্গাস, সিলভার, তেলপিয়া ও লাইন টিকা, রুই, মিরকা ও কাতল জাতের প্রায় ৭০ মণ মারা গেছে। এতে পুকুর মালিক আব্দুস সামাদ অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে।
পুকুর মালিক আব্দুস সামাদ জানান, প্রায় ১৫ বিঘা পুকুরে রোযার ঈদের আগে পাঙ্গাস, সিলভার, তেলপিয়া ও লাইন টিকা, রুই, মিরকা ও কাতল প্রজাতির ৬০ মণ পোনা মাছ পুকুরে ছেড়ে দেয়া হয়। তিন মাসে একেকটি মাছ প্রায় ২৫০ গ্রাম থেকে প্রায় ৪শ গ্রাম বড় হয়েছে। গত সোমবার সকালে পুকুরে কিছু মরা মাছ ভেসে ওঠে। ভেবেছিলাম কোন রোগ বা আবহাওয়ার কারনে মাছ মারা গেছে। কিন্তু গত দুদিন ধরে ব্যাপক হারে মাছ মরে ভেসে ওঠছে। এতে ধারনা করা হচ্ছে রাতের আধারে কে বা কারা শত্রুতাবশত পুকুরে গ্যাস ট্যাবলেট ছেড়ে দিয়েছে। এ কারনে পুকুরের মাছ ধীরে ধীরে মারা যাচ্ছে। এ পর্যন্ত প্রায় ৭০ মণ মাছ মারা গেছে। আর দুএকদিন মারা গেলে পুকুরের সব মাছ মারা যাবে। তিনি ক্ষতি পুষিয়ে উঠতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন ভুক্তভোগীতে থানায় অভিযোগের পরামর্শ দিয়ে বলেন, মৎস্য অফিসের সাথে কথা বলে যতটুকু সহযোগিতা করা সম্ভব তা করা হবে।
বিডি প্রতিদিন/এএম