চাঁপাইনবাবগঞ্জ থেকে চুরি হওয়া ৫টি গরু উদ্ধারসহ আন্তঃজেলা গরু চোর চক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাই গরু বিক্রির ২ লাখ ৯০ হাজার টাকা উদ্ধারসহ চোরাই কাজে ব্যবহৃত ৩টি পিকআপ জব্দ করা হয়েছে।
শুক্রবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ এই তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহীর দুর্গাপুর উপজেলার নান্দোপাড়া গ্রামের মৃত কায়েমুদ্দিন মোল্লার ছেলে গরু চোর চক্রের মূলহোতা সাইফুল মোল্লা, কাটাখালীর মিরকামারী গ্রামের মৃত আফাল ওরফে আলালের ছেলে আলামিন ও পারভেজ আলী, মৃত কামাল হোসেনের ছেলে বেলাল হোসেন রুবেল, মুজাম আলীর ছেলে হানিবুল, রাজপাড়া থানার আলীগঞ্জ এলাকার মৃত আলীর ছেলে শাজাহান ও হায়দার আলীর ছেলে মাসুম আলী। গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, গত এক মাসে সদর, গোমস্তাপুর ও নাচোল উপজেলায় প্রায় ৩৫টি গরু চুরির ঘটনা ঘটে। এরইমধ্যে এই ঘটনায় ৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত