ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবাষির্কী উদযাপিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে রঙ বেরঙের ব্যানার, ফেষ্টুন নিয়ে জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের নেতার্মীরা অংশ নেয়।
র্যালেটি শহরের বরিশাল দালানের সামনে দিয়ে নতুন বাজার প্রদক্ষিণ করে কালিনাথ রায়ের বাজার হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।
এর আগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মো. রাইসুল আলম, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান, হারুন অর রশিদ ট্রুম্যান, এনামুল হক, বাচ্চু মোল্লা, সদর উপজেলার বিএনপির আহবায়ক মো. আফিস আলতাফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক খন্দকার আল আমিন, যুব দলের সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, যুগ্ম সম্পাদক মো. মোস্তফা প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল