গাজীপুরের শ্রীপুর রেলগেট এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রয়ের সময় তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন।
গ্রেফতারকৃতরা হলো- হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার কালীশ্রী গ্রামের নেয়ামত আলীর ছেলে মো. আব্দুল আলী (৩৬) ও একই থানার ঘনশ্যামপুর গ্রামের মৃত আব্দুল মতিন লাল মিয়ার মেয়ে রুবি আক্তার ওরফে লিমা আকতার (২৭)।
র্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা র্যাবের কাছে স্বীকার করেছে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে গাজীপুরের আশপাশ এলাকায় পাইকারি মূল্যে ক্রয়-বিক্রয় করতো তারা।
বিডিপ্রতিদিন/কবিরুল