১ সেপ্টেম্বর, ২০২৩ ২২:১৯

পঞ্চগড়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নানা আয়োজনের মধ্যদিয়ে পঞ্চগড়ে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। 

শুক্রবার বিকালে জেলা শহরের তেঁতুলিয়া রোডের সোনালী ব্যাংকের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। শোভাযাত্রায় জেলা উপজেলা বিএনপির নেতা কর্মীরা অংশ নেয়। পরে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, আদম সুফি, সাবেক ছাত্র নেতা ইউনুস শেখ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ হাসান প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুবেল পাটোয়ারীসহ উপজজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর