১১ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:২০

রাজশাহীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

রাজশাহীর নওদাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার সকালে বাগমারা থেকে রাজশাহী আসার পথে মাইক্রোবাসের ধাক্কায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জিল্লুর রহমান (৩০)। তার বাড়ি রাজশাহী জেলার বাগমারা উপজেলায়। তিনি মোটরসাইকেল চালিয়ে সকালে বাগমারা থেকে রাজশাহী শহরে আসছিলেন।

রাজশাহীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন জানিয়েছেন, জিল্লুর রহমান নামের ওই যুবক মোটরসাইকেল নিয়ে নগরীতে আসার সময় মাইক্রোবাসের ধাক্কায় সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামে। তবে তার বাবার নাম এখনও জানা যায়নি। 

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় মাইক্রোবাস ও এর চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর