বগুড়ার শাজাহানপুরে আওয়ামী লীগ নেতা প্রভাষক শাহজালাল তালুকদার পারভেজ হত্যা মামলায় দু’জনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার অভিযান চালিয়ে বগুড়া ও রাজশাহী থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত দু’জন হলেন- আল আমিন (২৬) ও তন্ময় ওরফে সাব্বির (২৮)। সাব্বিরকে রাজশাহী সদর উপজেলা থেকে গ্রেফতার করে র্যাব। সাব্বির এজাহার নামীয় আসামি। আর তদন্তে প্রাপ্ত তথ্যানুসারে, বগুড়া শহরের কালিতলা এলাকা থেকে আল আমিনকে গ্রেফতার করা হয়।সোমবার রাত ৮টায় সংবাদ সম্মেলনে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন এসব তথ্য জানান।
তিনি আরও জানান, পারভেজ হত্যার পরে থেকে র্যাব এ ঘটনাটি নিয়ে কাজ শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকালে রাজশাহী সদর উপজেলা এলাকা থেকে সাব্বিরকে গ্রেফতার করা হয়। সাব্বির সেখানে তৌফিক ছদ্মনাম নিয়ে আত্মগোপনে ছিলেন। একইদিন সকালে বগুড়ার কালিতলা এলাকা থেকে আল আমিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতার দু’জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করেছেন। তারা উদ্ধার হওয়া অটোরিকশায় চড়ে হত্যাকাণ্ড ঘটায়। পরে ওই অটোরিকশাতে করে পালিয়ে যায় তারা।
এরআগে গত ২ সেপ্টেম্বর শাজাহানপুরের আশেকপুর ইউনিয়নের মাথাইল চাপড় এলাকায় পূর্বশত্রুতার জেরে পারভেজকে কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন ওই ঘটনায় নিহতের স্ত্রী সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/কালাম