সিলেটের বিশ্বনাথে উপকারভোগীদের মধ্যে ডেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঘর-বাড়ি মেরামত ও পুনঃনির্মাণে মানবিক সহায়তা ঢেউটিন ও গৃহমঞ্জরী বিতরণ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট-২ আসনের সাংসদ, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, প্রকল্প বাস্তবায়ন কমকর্তা প্রজেশ চন্দ্র দাশ, পৌর কমিশনার জহুর আলী, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দয়াল উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে উপকার ভোগী ৫০টি পরিবারে নগদ অর্থ ও ডেউটিন তুলে দেয়া হয়।বিডি প্রতিদিন/এএ