২১ সেপ্টেম্বর, ২০২৩ ২১:৩৭

গৌরনদীতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গৌরনদীতে যুবদল
নেতার ওপর হামলার অভিযোগ

বরিশালের গৌরনদীতে পৌর যুবদলের আহবায়ক মো. বাচ্চু সিকদারের (৪২) হাতুরি পেটা করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় ক্ষমতাসীনদের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় বুধবার রাতে তাকে বরিশাল নগরীর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মো. বাচ্চু সিকদার অভিযোগ করেন, বুধবার বিকেলে পৌর শহরের উত্তর বিজয়পুর নিজ বাড়ি থেকে স্থানীয় গয়নাঘাট কাঁচা বাজারে পৌঁছলে পৌর যুবলীগের ১৫ থেকে ১৬ জন নেতাকর্মী তার উপর আকস্মিক হামলা চালায়। তারা হাতুড়ি, লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে তার হাত-পা ভেঙে দেয় এবং শরীর থেঁতলে দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা বুধবার রাতে বরিশাল নগরীর একটি বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করেন।

গৌরনদী ওসি মো. আফজাল হোসেন জানান, কোথায় কে কাকে পিটিয়েছে এ ধরনের কোন খবর তার কাছে নেই। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানলাম। বিষয়টি যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

বিডি প্রতিদিন/এএ 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর