সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি ও মূল্য তালিকা না থাকার অপরাধে বি.ই. কোল্ড স্টোরেজকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে শহরের হাড়িখালী এলাকায় ওই কোল্ড স্টোরেজকে ৫ হাজার টাকা জরিমানা করেন বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
কোল্ড স্টোরেজটি বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ লিয়াকত হেসেনে লিটনের বলে জানা গেছে।
বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, কোল্ড স্টোরেজে আলু মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ লিয়াকত হেসেনে লিটন সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি ও মূল্য তালিকা না থাকার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান পুনরায় এই ধরনের অনিয়ম করবে না বলে অঙ্গীকার করেন।
বিডি প্রতিদিন/হিমেল