গাজীপুরের কালীগঞ্জে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের উদ্যোক্তাদের নিয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষিত ৩০০ নারীদের মাঝে ভাতা বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখা কর্তৃক উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাতার চেক তুলে দেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম প্রমুখ।এ সময় ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, বিউটিফিকেশন, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ও বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স ট্রেডে প্রশিক্ষিত নারীরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি তৃণমূল পর্যায়ে প্রশিক্ষিত ৩০০ নারীর উদ্যোক্তাদের হাতে ৫টি ট্রেডে বিভিন্ন হারে ২৮ লক্ষ ৫০ হাজার ৩০০ টাকার ভাতার চেক তুলে দেন।
বিডি প্রতিদিন/এএম