শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধে ভিসাওয়ালারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল। কিছুই হয়নি। লাখো প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মানুষ শান্তিতে আছে। সুতারাং ওসব স্যাংশনস ও ভিসানীতিতে কিছুই হবে না। দেশে প্রচলিত আইনে নির্বাচন হবে। কে আসবে কে আসবে না, এটা যার যার স্বাধীনতা। এসব নীতিতে আওয়ামী লীগ ভীত নয়। ভিসানীতিকে আমরা ভয় পাই না। আওয়ামী লীগের নেতৃত্বে দেশবাসী ঐক্যবদ্ধ।
দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় সেখানে দলের হাজারও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ছানোয়ার হোসেন ছানু বলেন, শেরপুর জেলা আওয়ামী লীগ আগের চেয়ে এখন আরো শক্তিশালী ও ঐক্যবদ্ধ। নৌকার স্বার্থে আমরা সবাই এক।
এ সময় জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোসাদ্দেক ফেরদৌসী, সুব্রত কুমার দে ভানু, শামসুন্নাহার কামাল, দেবাশীষ ভট্টাচার্য,জেলা যুবলীগ সভাপতি হাবিবুর রহমান,জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের,উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মুন্নি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বায়োযিদ হাসান, আসাদুজ্জামান দুলালসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আজাদ