২৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:৫৯

চাঁদপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক

চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীবাহী লঞ্চ থেকে ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ জমির হোসেন (৪০) নামে মাদক কারবারিকে কোস্টগার্ড আটক করেছে।

মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট মোঃ ফজলুল হকের নেতৃত্বে  লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ঢাকাগামী লঞ্চে একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ ব্যাগ তল্লাশি করে ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রেতা জমির হোসেনকে আটক করে। মাদক বিক্রেতা জমির হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার হরিমন্ডল বাজার এলাকার দক্ষিণ তেতাপুর ভূমি গ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, জব্দকৃত গাঁজা কুমিল্লা হতে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর থেকে লঞ্চ যোগে ঢাকা নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক মাদক বিক্রেতা ও গাঁজা চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এক বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর