২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:৫৭

গোপালগঞ্জে দারিদ্র্য বিমোচন প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে দারিদ্র্য বিমোচন প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ বিতরণ

গোপালগঞ্জে প্রশিক্ষণের মাধ্যমে ট্রেড ভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং আয় উপার্জনের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য বিমোচন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২৪০ জনের মাঝে সনদপত্র ও সম্মানীর নগদ অর্থ বিতরণ করা হয়েছে। জেলার কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলার দুস্থ, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে এসব বিতরণ করা হয়।

বুধবার কোটালীপাড়া উপজেলা সদরের পশ্চিম পাড়ে প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর ও এডুকেশন ডেভেলপমেন্ট এন্ড সার্ভিসেস (অডাস) এ অনুষ্ঠানের আয়োজন করে। কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও সম্মানীর নগদ অর্থ তুলে দেন।

প্রকল্প পরিচালক ও সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল হাসান শুভ, প্রকল্পের চিফ কো-অর্ডিনেটর শরিফুল ইসলাম, প্রশিক্ষণার্থী সীমা বাড়ৈ, কামনা বাড়ৈসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর