তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব এ প্রতিপাদ্যে এবং ইন্টারনেটের তথ্য পেলে জনগণের শান্তি মেলে’ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপন করা হয়েছে। বুধবার জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসকে কেন্দ্র করে সকালে এক বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ ডব্লিউ এম রায়হান শাহ্ এর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। এর আগে সভায় তথ্য অধিকার আইনকে কার্যকরভাবে বাস্তবায়নে এ বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন সনাক রংপুরের সহ-সভাপতি প্রফেসর মোহাম্মদ শাহ আলম। সবশেষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএ